1. আয়তন- ৩০৯.৬৩ বঃ কিঃমিঃ
2. জনসংখ্যা- ২,৮৮,২০৫ জন।
পুরুষ- ১,৪৬,২৮৪ জন।
মহিলা- ১,৪১,৯২১ জন।
3. ঘনত্ব- ৯৩১ জন (প্রতি বঃ কিঃমিঃ)
4. নির্বাচনী এলাকা- ১টি (২১৫, গোপালগঞ্জ-১)
5. ইউনয়ন- ১৬ টি
6. মৌজা-২০৬ টি
7. স্বাস্থ্য কেন্দ্র- ০৬ টি
8. ডাকঘর-৩২ টি
9. নদ-নদী- ০১ টি (কুমার নদী)
10. হাট-বাজার-২৭ টি
11. ব্যাংক-১১ টি
12. জমি সংক্রান্ত
একফসলী : ৩৫১২ হেক্টর
দো-ফসলী : ১৯৩২৪ হেক্টর
তিনফসলী : ১৪২০ হেক্টর
(খ) উপজেলার পটভূমি-
মুঘল আমলে বঙ্গে বার ভুঁইয়াদের জমিদারী ছিল এবং ইহা ১২টি পরগণায় বিভক্ত ছিল । যার একটি পরগণার নাম ছিল ভূষণা । এই ভূষণা পরগণায়ই আজকের গোপালগঞ্জ তথা মুকসুদপুর অবস্থিত । বৃটিশ শাসনামলে মুকসুদপুর মহববতপুর, তেলিহাটী, নলদী, আমিরাবাদ, ফতেজংপুর ও হাবড়ী পরগণার অন্তর্ভুক্ত ছিল । ক্যালকাটা গেজেট পৃষ্ঠা নং-১৪৪৩ তারিখ-১৫/৯/১৮৯৪ অনুযায়ী জানা যায় মুকসুদপুর থানাটি ১৭৯৭ খ্রিষ্টাব্দের পরবর্তী পর্যায়ে প্রতিষ্ঠিত থানা গুলোর একটি । জনশ্রুতি আছে যে, বর্তমান উপজেলা সদর থেকে ৩ কি মিঃ পশ্চিমে কদমপুর মৌজায় তৎকালীন নড়াইলের জমিদার বাবু রতন কুমার একটি পুলিশ ক্যাম্প স্থাপন করেন তাঁর কাচারী বাড়ীতে । বৃটিশ রাজত্বে ১৯০৫ সালে বঙ্গ ভঙ্গ ও ১৯০৯ সালে বঙ্গ ভঙ্গ রদ হয়ে যাওয়ায় জমিদার রতন বাবু তাঁর এই কাচারী বাড়ীর পুলিশ ক্যাম্পে পূর্ণাংগ থানায় পরিণত করার জন্য কলকাতার লাট ভবন বা রাইটার্স বিল্ডিং এর উচ্চ পদস্থ রাজ কর্মচারী জনাব মোকসেদ আলী সাহেবের সার্বিক সহযোগিতা পান । এর স্বীকৃতি স্বরুপ জমিদার রতন কুমার কদমপুর পুলিশ ক্যাম্পকে মোকসেদপুর থানা নামকরণ করেন । যার বিবর্তিত রুপ মুকসুদপুর থানা । পরবর্তীতে উক্ত স্থান হতে অনুমান ১৯২২/১৯২৪ সালে মুকসুদপুর থানা টেংরাখোলা মৌজায় স্থানান্তরিত হয়। এই মোকসেদ আলীর নামানুসারে এই উপজেলার নাম মুকসুদপুর হয়েছে মর্মে স্থানীয় প্রবীণ অধিবাসীগণের ধারণা । বামনডাঙ্গা অফিস থাকা কালে এ থানার প্রথম সার্কেল অফিসার (উন্নয়ন) ছিলেন জনাব মহিউদ্দীন আহমেদ (১৯৬১) এবং বর্তমান স্থানে জনাব আশেক আলী ভুঁইয়া (১৯৬২-৬৩)। এ উপজেলার খান্দারপাড়া ইউনিয়নে জন্ম গ্রহন করেন পাক ভারত উপ-মহাদেশের প্রখ্যাত ঐতিহাসিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রমেশ চন্দ্র মজুমদার । এ উপজেলার বর্তমান মাননীয় সংসদ সদস্যের নাম জনাব মুহাম্মদ ফারুক খান ।
(গ) উল্লেখযোগ্য স্থান
ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শনঃ ঐতিহাসিক নিদর্শনে মুকসুদপুর সমৃদ্ধ । স্থাপত্য শিল্পে আভিজাত্যের স্বাক্ষর বহন করে আসছে বাটিকামারীর রায় বাড়ী, বনগ্রাম ভুঁইয়া বাড়ী ও নারায়ণপুরের মুন্সী বাড়ীর দ্বিতল বহু কক্ষ বিশিষ্ট ইমারত সমূহ । মার্বেল ও মোজাইক পাথরের ব্যবহার ও নির্মাণ শৈলীতে যা আজও কালের স্বাক্ষী । এখানকার মন্দির সমূহের বিশেষ কারুকাজ আজও বিস্ময়ের বিষয় । গোহালার বাজার সংলগ্ন ভবন সমূহ , মোচনা , উজানীর জমিদার বাড়ী, চাওচার দত্ত বাড়ী , চ্যাটার্জি ও মুখার্জি বাড়ী ,মহারাজপুরের দত্ত বাড়ীসহ শতাধিক ভবন স্থাপত্যের নিদর্শন ।খানপুরা চৌধুরী বাড়ীর মসজিদ , বালিয়াকান্দী মসজিদও স্থাপত্যের বিশেষ নিদর্শন বহন করে ।
(ঘ) উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়-
১. কার্যালয়/প্রতিষ্ঠানের নাম : উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
মুকসুদপুর, গোপালগঞ্জ ।
২. প্রতিষ্ঠাকাল ও সংক্ষিপ্ত ইতিহাস : ১৯৮২ খ্রিঃ ।
৩. প্রতিষ্ঠানের জনবল কাঠামো : ক) হস্তান্তরিত শাখাঃ
ক্রমিক নং | পদের নাম | অনুমোদিত পদ সংখ্যা |
১। | উপজেলা নির্বাহী অফিসার | ০১ |
২। | অফিস সুপার | ০১ |
৩। | সাঁট মুদ্রাক্ষরিক | ০১ |
৪। | অফিস সহকারী | ০১ |
৫। | এলডিএ কাম টাইপিষ্ট | ০১ |
৬। | হিসাব সহকারী | ০১ |
৭। | সার্টিফিকেট সহকারী | ০১ |
৮। | জীপচালক | ০১ |
৯। | জারীকারক | ০২ |
১০। | ডুপিলকেটিং মেশিন অপারেটর | ০১ |
১১। | এমএলএসএস | ০১ |
১২। | নৈশ প্রহরী | ০৩ |
১৩। | ঝাড়ুদার | ০২ |
৪. প্রতিষ্ঠাকাল থেকে প্রতিষ্ঠান প্রধাণগণের নামের তালিকা ও কার্যকাল (যতটুকু সংগ্রহ সম্ভব)ঃ
ক্রমিক নং | নাম | পদের নাম | কার্যকাল | |
হতে | পর্যন্ত | |||
১। | জনাব মোঃ নুরুজ্জামান ভুঁইয়া | উপজেলা নির্বাহী অফিসার | ১৩/১২/১৯৮২ | ২৬/০৫/১৯৮৫ |
২। | জনাব মোঃ হাবিবুর রহমান (ভাঃ) | উপজেলা নির্বাহী অফিসার | ২৭/০৫/১৯৮৫ | ০৫/০৭/১৯৮৫ |
৩। | জনাব কেএম নূরুল হুদা | উপজেলা নির্বাহী অফিসার | ০৬/০৭/১৯৮৫ | ২০/০৮/১৯৮৬ |
৪। | জনাব মোঃ দেলোয়ার হোসেন | উপজেলা নির্বাহী অফিসার | ২১/০৮/১৯৮৬ | ১৫/০১/১৯৮৯ |
৫। | জনাব মোঃ জাহাঙ্গীর আলম (ভাঃ) | উপজেলা নির্বাহী অফিসার | ১৫/০১/১৯৮৯ | ০৭/০২/১৯৮৯ |
৬। | জনাব মোঃ সিরাজুল ইসলাম | উপজেলা নির্বাহী অফিসার | ০৭/০২/১৯৮৯ | ১৭/০৭/১৯৮৯ |
৭। | জনাব মোঃ জিন্নাতুল হক (ভাঃ) | উপজেলা নির্বাহী অফিসার | ১৭/০৭/১৯৮৯ | ০২/০৮/১৯৮৯ |
৮। | জনাব মোঃ হাবিবুর রহমান | উপজেলা নির্বাহী অফিসার | ০২/০৮/১৯৮৯ | ০১/০৮/১৯৯০ |
৯। | জনাব মোঃ জিন্নাতুল হক (ভাঃ) | উপজেলা নির্বাহী অফিসার | ০২/০৮/১৯৯০ | ১৯/০৮/১৯৯০ |
১০। | জনাব মোঃ খোরশেদ আলম | উপজেলা নির্বাহী অফিসার | ৩০/০৮/১৯৯০ | ২৩/০৭/১৯৯২ |
১১। | জনাব মোঃ তাজুল ইসলাম | উপজেলা নির্বাহী অফিসার | ২৩/০৭/১৯৯২ | ০৭/০৬/১৯৯৩ |
১২। | জনাব মতিলাল ভদ্র | উপজেলা নির্বাহী অফিসার | ০৭/০৬/১৯৯৩ | ১২/১২/১৯৯৫ |
১৩। | জনাব বিশ্বাস মুহম্মদ আজিমউদ্দীন | উপজেলা নির্বাহী অফিসার | ১২/১২/১৯৯৫ | ২২/০৯/১৯৯৭ |
১৪। | জনাব মোঃ আব্দুল মান্নান | উপজেলা নির্বাহী অফিসার | ২২/০৯/১৯৯৭ | ১০/০২/২০০০ |
১৫। | জনাব মোহাম্মদ শাহেদ সবুর | উপজেলা নির্বাহী অফিসার | ২০/০২/২০০০ | ১৯/০৭/২০০৩ |
১৬। | জনাব সজল সমদ্দার | উপজেলা নির্বাহী অফিসার | ১৯/০৭/২০০৩ | ২৮/০৯/২০০৬ |
১৭। | জনাব অমল কৃষ্ণ মন্ডল | উপজেলা নির্বাহী অফিসার | ২৭/০৯/২০০৬ | ২৬/১১/২০০৬ |
১৮। | জনাব মোঃ রুহুল আমিন | উপজেলা নির্বাহী অফিসার | ৩০/১১/২০০৬ | ৩১/০৮/২০০৮ |
১৯। | জনাব এসএম জাকারিয়া হক | উপজেলা নির্বাহী অফিসার | ৩১/০৮/২০০৮ | ২৪/১২/২০০৮ |
২০। | জনাব পারভেজ রায়হান | উপজেলা নির্বাহী অফিসার | ২৪/১২/২০০৮ | অদ্যাবধি |
৫.কাজের পরিধি ( চার্টার অব ডিউটিজ) : জনসেবা, প্রশাসনিক, উন্নয়নমূলক কাজ, তদারকিমূলক কাজ ।
No comments:
Post a Comment