দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, হাওড়-বাওড় ও নদ-নদী বিধৌত প্রকৃতির এক অনন্য লীলাভূমি গোপালগঞ্জ জেলা। এ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালী জাতি ছিনিয়ে নিয়ে এসেছিল আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সে স্বপ্ন বুকে জড়িয়ে গোপালগঞ্জের মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গোপালগঞ্জেরই কৃতিসন্তান। গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্গত।গোপালগঞ্জের উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূবে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা। গোপালগঞ্জের আয়তন ১৪৮৯.৯২ বর্গকিমি: এবং জনসংখ্যা ১১.৬৫ লক্ষ (প্রায়) । বর্তমানে শেখ ইউসুফ হারুন জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন।এই ওয়েবসাইটটির মাধ্যমে গোপালগঞ্জ জেলা সংশ্লিষ্ট যাবতীয় তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরতে পারব বলে আমরা আশা করি। পাশাপাশি এর মাধ্যমে জেলা প্রশাসক সহ অন্যান্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে টেলিফোন এবং ই-মেইলে যোগাযোগেরও সুযোগ থাকছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং দেশে ই-গভর্ন্যান্স কার্যক্রম বাস্তবায়নে আমাদের এ উদ্যোগ সহায়ক বলে আমরা আশা করি।

Monday, August 30, 2010

সদর উপজেলার

গোপালগঞ্জ সদর উপজেলার সাধারণ তথ্যাবলী
০১।
আয়তন :

৩৯১.৩৫ বর্গ কিঃ মিঃ 
০২।
০৩।
লোকসংখ্যা:
মোট ভোটার সংখ্যাঃ

৩,২০,৩৪০ জন (২০০১-শুমারী)
১,৬৭,৪৪৬
০৪।
নির্বাচনী এলাকাঃ

২১৬,গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানীর  অংশ)
০৫।
থানা :

০১টি
০৬।
পৌরসভা :

০১টি
০৭।
ইউনিয়ন :

২১টি
০৮
গ্রাম :

১৯৭টি
০৯।
ইউনিয়ন কমপ্লেক্সঃ

০৫টি (দূর্গাপুর, চন্দ্রদিঘলীয়া, উলপুর,
গোপীনাথপুর ও লতিফপুর)
১০।
কৃষি সংক্রান্ত -
ক) মোট জমির পরিমাণ:
খ) আবাদী জমির পরিমাণ :
গ) সেচকৃত জমির পরিমাণ:



৩২৪৭০.০০ হেক্টর
৩১১২০.০০ হেক্টর
১৫৭৬৫.০০ হেক্টর
১১।
শিক্ষা সংক্রান্ত -
ক) প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা
খ) মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা
গ) মহাবিদ্যালয়ের সংখ্যা :
ঘ)কারিগরী মহাবিদ্যালয়:  
ঙ) পলিটেকনিক ইনস্টিটিউট
চ) মাদ্রাসার সংখ্যা :
ছ) সাধারণ সাক্ষরতার হার :


১০টি (সরঃ রেজিঃ ও কমিঃ)
৪৭টি
০৫টি
০৩টি
০১টি
০৫টি
৫৩.৬৪%
১২
স্বাস্থ্য সংক্রান্ত -
ক) হাসপাতাল
খ) বেডের সংখ্যা
গ) উপ-স্বাস্থ্য কমপ্লেক্স
ঘ) ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স
ঙ) উপস্বাস্থ্য কেন্দ্রঃ


০২টি (জেলা সদর + গোপীনাথপুর)
২৫০ + ১০ টি
০১টি
১৯টি
০৪টি


(খ) উপজেলার পটভূমি-
  
 অষ্টাদশ শতাব্দীর প্রথম ভাগে গোপালগজ্ঞ এলাকা ফরিদপুর জেলায় মাদারীপুর মহকুমা ও থানাধীন ছিল। ঐ সময়ে মাদারীপুরের সাথে এ এলাকায় জলপথ ছাড়া কোন স্থল পথের সংযোগ ছিল না। কোন স্টীমার বা লঞ্চ চলাচলও ছিল না। কেবলমাত্র বাচাড়িনৌকা, পানসি নৌকা, টাবুরিয়া নৌকা, গয়না নৌকা, ইত্যাদি ছিল চলাচলের একমাত্র বাহন। যাতায়াতের অসুবিধার কারণে এ এলাকায় পুলিশ প্রশাসন ছিল খুবই দুর্বল। মামলায় আসামীরা গ্রেফতারের ভয়ে দুর্গম বিল অঞ্চলে  আত্বগোপন করে থাকত। এ সমস্ত অসুবিধার দরুণ ১৮৭০ সালে গোপালগজ্ঞ থানা স্থাপিত হয়। ১৮৯৪ সালের ১৬ সেপ্টেম্বর কলকাতা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এর সীমানা নির্ধারিত হয়। ক্রমান্বয়ে এ অঞ্চলের আইন-শৃংখলা পরিস্থিতি উন্নতি হতে থাকে। বর্তমানে যেখানে থানা অবস্থিত ঐ স্থানে একটি টিনের ঘরে থানা অফিসের কাজকর্ম চালু করা হয়।

১৯০৯ সালে কাশিয়ানী, মুকসুদপুর, গোপালগজ্ঞ সদর ও কোটালীপাড়া থানা নিয়ে গোপালগজ্ঞ মহকুমা স্থাপিত হয়। মিশন স্কুলের দক্ষিণ পার্শ্বে দেওয়ানী আদালত ও সাব রেজিষ্ট্রি অফিসের স্থান নির্দিষ্ট হয়। তার দক্ষিণে মোক্তার লাইব্রেরীসহ ফৌজদারী আদালত ভবন ও সংশ্লিষ্ট অফিসের জন্য নির্ধারিত হয়। বর্তমানে যেখানে ডিসি অফিস সেখানে বিরাটকায় চারচালা গোলপাতার ঘর বাঁশের বেড়া দিয়ে ফৌজদারী কোর্ট ও সংশ্লিষ্ট অফিসের জন্য নির্মিত হয়। তার দক্ষিণে বর্তমান জেলখানার স্থানে একটি বিরাটকায় গোলের ঘর তুলে মজবুত বাঁশের বেড়া অস্থায়ী জেলখানা নির্মিত হয়। বর্তমানে যেখানে মোক্তার বার ভবন ঐ স্থানে একটি ছনের ঘরে মোক্তারগণ আইন ব্যবসা শুরু করেন। ঐ সময়ে কোন উকিল এখানে আইন ব্যবসা করতে আসেনি। গোপালগজ্ঞের প্রথম মহকুমা প্রশাসক ছিলেন মি: সুরেশ চন্দ্র সেন। ১৯৭২ সালের ২০ জানুয়ারী গোপালগজ্ঞ পৌরসভা  গঠিত হয়। পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন জনাব মোহাম্মদ আলী খান (আবু মিয়া)। ১৯৮৪ সালের ফেব্রুয়ারীতে গোপালগজ্ঞ সদর থানা উপজেলায় উন্নীত হয়। প্রথম উপজেলা নির্বাহী অফিসার ছিলেন জনাব এইচ নুর মোহাম্মদ।
 

(গ)উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়-

 ১.প্রতিষ্ঠানের জনবল কাঠামো: (১) উপজেলা নির্বাহী অফিসার
                                    (২) অফিস সহকারী-০৬
                                    (৩) এমএলএসএস-০১
                                    (৪) দপ্তরী- ০১
                                    (৫) নৈশ প্রহরী-০২
                                    (৬) জারীকারক-০২
                                    (৭) ঝাড়ুদার-০২
                                    (৮) গাড়ীচালক-০১



২. প্রতিষ্ঠাকাল হতে উপজেলা নির্বাহী অফিসার, গোপালগজ্ঞ সদর গণের কার্যকাল

ক্রমিক নং
নাম
হতে
পর্যন্ত
জনাব এইচ নৃর মোহাম্মদ
০১/০২/৮৪
০১/০৬/৮৪
জনাব কাজী মো: আবুল কাশেম
০২/০৮/৮৪
৩১/০৭/৮৭
জনাব মো: শফিউল্লাহ
১১/০৮/৮৭
০৮/০২/৯০
জনাব মো: সাইফূল ইসলাম
০৮/০২/৯০
১২/১১/৯২
জনাব মো: আ: মান্নান মোল্লা (ভা:)
১২/১১/৯২
০৩/১২/৯২
জনাব সুকুমার চন্দ্র সাহা
৩/১২/৯২
০৬/০৪/৯৫
জনাব মো: নিয়াজ উদ্দিন মিঞা
০৬/০৪/৯৫
২০/০৯/৯৭
জনাব মো: নুর হোসেন তালুকদার
২১/০৯/৯৭
২০/০১/২০০০
জনাব ধীরেন্দ্র চন্দ্র দাস
২০/০১/২০০০
২৩/০১/২০০৩
১০
জনাব মোহাম্মদ আজহারুল হক
২১/০১/২০০৩
২০/০৫/২০০৪
১১
জনাব মো:গিয়াস উদ্দিন মোগল
০৯/০৫/২০০৪
২৮/১১/২০০৬
১২
জনাব মো: মোস্তাফা কামাল
২৬/১১/২০০৬
২১/০৩/২০০৭
১৩
জনাব ড: মো: আব্দুল মান্নান
২০/০৩/২০০৭
২০/০৫/২০০৮
১৪
জনাব মো: গোলাম রাববী(ভা:)
২১/০৫/২০০৮
২৪/০৬/২০০৮
১৫
জনাব মো: মাছুমুর রহমান
২৫/০৬/২০০৮
২৬/০১/২০০৯
১৬
জনাব মো: গোলাম রাববী(ভা:)
২৭/০১/২০০৯
০৯/০২/২০০৯
১৭
জনাব মো: আবদুল মতিন
১০/০২/২০০৯



উপজেলা নির্বাহী অফিসারের কাজের পরিধি নিম্নরপ

1.       উপজেলা পর্যায়ের উন্নয়ন, প্রশাসন বিষয়ক
2.      উন্নয়ন কর্মসুচী প্রনয়ণ ও বাস্তবায়ন
3.     প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা
4.       আয়ন ব্যয়ন কর্মকর্তার দায়িত্ব
5.      উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা
6.     বিভিন্ন দপ্তরের উন্নয়নমুলক কাজ তদারকি করা
7.      শিক্ষা প্রতিষ্ঠান দর্শন/পরিদর্শন
8.      প্রটোকল দায়িত্ব পালন করা
9.      ফৌজদারী কার্যবিধি ১৪৪ ধারা জারী করা
10.   উপজেলা ভুমি রাজস্ব ব্যবস্থাপনা
11.   উপজেলা আইন শৃংখলা তত্ত্বাবধান
12.  নির্বাচন কমিশন কর্তৃক দেয় দায়িত্ব সমুহ
13.  বোর্ড, বিশ্ববিদ্যালয়ের পাবলিক পরীক্ষা কেন্দ্রে শান্তি শৃংখলা বজায় রাখা
14.   সরকারী খাস জমি হতে অবৈধ দখলদার উচ্ছেদ
15.   জেলা প্রশাসকের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ পরিদর্শন
16.  হাট বাজার, স্থাবর সম্পত্তি হস্তান্তর করা, ফেরিঘাট ইজারার অর্থ সংশ্লিষ্ট ইউনিয়নে প্রদান
17.   বার্ষিক উন্নয়ন কর্মসুচীর আওতায় বাস্তবায়িত/বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ,
18.  স্থানীয় ইউনিয়ন ভুমি অফিস পরিদর্শন
19.   ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কার্যক্রমের অথরাইজড অফিসার নিয়োগ
20.  স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তক্রমে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সদস্যের পদ শুণ্য ঘোষণা করা ও তা সরকারী গেজেটে প্রকাশের ব্যবস্থা করা
21.  গ্রাম পুলিশদের বেতনের সরকারী অংশ প্রদানে জেলা প্রশাসককে সহায়তা প্রদান
22. ইউনিয়ন পরিষদের কর্মচারীদের বেতন ভাতা প্রদানের ব্যবস্থা
23. উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ প্রদান
24.  জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন
25.  ত্রাণ কাজ পরিচালনা
26. ভিজিডি, ভিজিএফ এর ডিও প্রদানসহ সার্বিক কর্মকান্ড মনিটরিং করা
27.  সরকারী আদেশকৃত যখন যে আদেশ জারী করা হয় তা যথাযথ পালন করা

No comments:

Post a Comment