দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, হাওড়-বাওড় ও নদ-নদী বিধৌত প্রকৃতির এক অনন্য লীলাভূমি গোপালগঞ্জ জেলা। এ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালী জাতি ছিনিয়ে নিয়ে এসেছিল আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সে স্বপ্ন বুকে জড়িয়ে গোপালগঞ্জের মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গোপালগঞ্জেরই কৃতিসন্তান। গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্গত।গোপালগঞ্জের উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূবে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা। গোপালগঞ্জের আয়তন ১৪৮৯.৯২ বর্গকিমি: এবং জনসংখ্যা ১১.৬৫ লক্ষ (প্রায়) । বর্তমানে শেখ ইউসুফ হারুন জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন।এই ওয়েবসাইটটির মাধ্যমে গোপালগঞ্জ জেলা সংশ্লিষ্ট যাবতীয় তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরতে পারব বলে আমরা আশা করি। পাশাপাশি এর মাধ্যমে জেলা প্রশাসক সহ অন্যান্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে টেলিফোন এবং ই-মেইলে যোগাযোগেরও সুযোগ থাকছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং দেশে ই-গভর্ন্যান্স কার্যক্রম বাস্তবায়নে আমাদের এ উদ্যোগ সহায়ক বলে আমরা আশা করি।

ভৌগোলিক বিবরণ

গোপালগঞ্জের ভৌগোলিক বিবরণ

ক্রমিক নং-
বিবরণ
পরিমাণ
আয়তন
১৪৮৯.৯২ ব. কি. মি.
উত্তরে
ফরিদপুর জেলা
দক্ষিণে
পিরোজপুর ও বরিশাল জেলা
পূর্বে
মাদারিপুর ও শরিয়তপুর জেলা
পশ্চিমে
নড়াইল জেলা
উপজেলা
০৫ টি
ইউনিয়ন
৬৮ টি
মৌজা
৬২৮
নদী
মধুমতি, ঘাঘর, কুমার, বারশিয়া
১০
বদ্ধ জলমহাল ২০ একরের উর্ধ্বে
অনুর্ধ্ব ২০ একর
২ টি
-
১১
উন্মুক্ত জলমহাল
১৪২ টি
১২
হাট বাজার
৮৯ টি
১৩
মোট জমি
১৪৮৬৪৮ হেক্টর
১৪
মোট আবাদি জমি
১১০৯৫১ হেক্টর
১৫
ইউনিয়ন ভূমি অফিস
৪০ টি
১৬
আশ্রায়ণ প্রকল্প
১৯ টি
১৭
আদর্শ গ্রাম
২০ টি
১৮
খেয়াঘাট/ নৌকাঘাট
২৭টি



ভৌগোলিক অবস্থানের বিবরণ

ক্রমিক নম্বর
নাম
আয়তন
অক্ষাংশ
দ্রাঘিমাংশ
গোপালগঞ্জ জেলা
১৪৮৯.৯২
২৩' ২৩’
২২'৫৪’’
৮৯'৪০’’
৯০'০২’’
গোপালগঞ্জ সদর
৪১৩.৭৫
২৩'১২’’
২২'৫৪’’
৮৯'৪৪’’
৮৯'৫৯’’
টুংগীপাড়া
১২৭.২৫
২২'০০’’
২২'৫০’’
৮৯'৫০’’
৮৯'৫৮’’
কাশিয়ানী
২৯৯.৬৪
২৩'১৮’’
২২'০৩’’
৮৯'৪০’’
৮৯'৫৬’’
কোটালীপাড়া
৩৬২.০৫
২২'৫০’’
২২'৫০’’
৮৯'৫৬’’
৯০'০৮’’
মুকসুদপুর
৩০৯.৬৩
২৩'২৩’’
২৩'১০’’
৮৯'৪৮’’
৯০'০২’’