যোগাযোগের ক্ষেত্রে গোপালগঞ্জ পূর্বে ছিল একটি পিছিয়ে পড়া জনপদ। শেখ হাসিনার সরকার ১৯৯৬ সাল থেকে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক কর্মসূচী হাতে নেন। ফলশ্রুতিতে নির্মিত ঢাকা-খুলনা মহাসড়ক নির্মিত হয় গোপালগঞ্জের উপর দিয়ে। প্রস্তাবিত পদ্মা সেতুর মাধ্যমে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হয়ে যশোর পর্যন্ত বিশ্বরোড় নির্মানের একটি পরিকল্পনা রয়েছে। বর্তমানে সড়কও জনপথ বিভাগ গোপালগঞ্জের সড়ক উন্নয়নের কর্মসূচী হাতে নিয়েছে। গোপালগঞ্জ সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে।রাজধানী ঢাকার সায়েদাবাদ ও গাবতলী থেকে গোপালগঞ্জের বাস চলাচল করে। সায়েদাবাদ থেকে মুন্সীগঞ্জ-মাওয়া হয়ে টুঙ্গীপাড়া এক্সপ্রেস, মধুমতী পরিবহন, দোলা পরিবহন, বনফুল পরিবহন এবং গাবতলী থেকে পাটুরিয়া-ফরিদপুর হয়ে কমফোর্ট লাইন, পলাশ পরিবহন ইত্যাদি বাস চলাচল করে।বাসভাড়া জনপ্রতি ১৮০-২০০ টাকা।
ঢাকা খুলনা মহাসড়ক হয়ে গোপালগঞ্জ থেকে পার্শ্ববর্তী জেলা বরিশাল, নড়াইল, ফরিদপুর, মাদারীপুর, বাগেরহাট এবং খুলনা যাতায়াত করা যায়। নৌপথ পূর্বে গোপালগঞ্জের মূল যাতায়াত মাধ্যম হলেও বর্তমানে কোটালীপাড়ার পয়সারহাট থেকে ঢাকার সদরঘাট পর্যন্ত লঞ্চ চলাচল করে। গোপালগঞ্জে কোন রেললাইন নেই।
The city doesn't have good transport facilities. Public transport in the city is largely dependent on private buses. Taxis and rickshaws are available for hire throughout the day.Narrow and congested roads and the mix of vastly differing types of vehicles have made a problem in the city traffic. It is connected by rail by a loop line origination from Chhapra. Thawe near Gopalgunj town, is a rail junction. Sabeyan Hawai Adda is an airport in Gopalganj. The city has 17 Hospitals, 19 primary health centres, and 80 sub-centres. The district has a network of government-run health facilities consisting of the district hospital. Rural hospitals primary health centres, sub-centres and dispensaries provide basic healthcare to the rural population. The city has good communication facilities also. It has a fully computerized head post office and other 41 branch post offices, 11 telegraph offices and many telecom service providers like Aircel, Airtel, Idea cellular, Vodafone, Uninor, MTS, S-Tel, Tata Indicom, Docomo, Reliance Infocomm, and the state owned BSNL.
There is also a local FM radio station named Radio Rimjhim and TV broadcasting channel.There are over five cinema halls that screen movies in Bhojpuri and Hindi.Popular news papers include Dainik Jagran, Dainik Hindustan, Aaj, Prabhat Khabar, Hindustan Times, Sahara Samay, Times of India, etc. The city owns indoor and outdoor stadiums namely Minz Stadium and Ambedkar Bhavan respectively.The city has 5 nationalized and 2 cooperative banks.Automated teller machine(ATM) facilities are provided by SBI, Canara Bank, ICICI, Punjab National