1. আয়তন- ৩৬২.০ বর্গকিলোমিটার/৮৯,৪৬৬.০০ একর
2. জনসংখ্যা- ২,২৭,০২৫ জন (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)
3. ঘনত্ব- ৬২৭ জন (প্রতি বঃ কিঃ মিঃ)
১৬২৪ জন (প্রতি বঃ মাইলে)
4. নির্বাচনী এলাকা- ২১৭, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুংগীপাড়ার অংশ)
5. খানা/ ইউনয়ন- ৭ টি
6. মৌজা- ১০০ টি
7. স্বাস্থ্য কেন্দ্র- ০১ (বেড সংখ্যা ৩১ টি, ৫০ বেডে উন্নয়নের কাজ চলছে)
8. ডাকঘর- ২৭ টি
9. নদ-নদী- ঘাঘর
10. হাট-বাজার- ৫১ টি
11. ব্যাংক-০৬ টি
(খ) উপজেলার পটভূমি-
কোটালীপাড়া গোপালগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন এ জনপদ সমতটের রাজধানী ছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। ভৌগোলিকভাবে কোটালীপাড়া ২২.৯৮ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৯.৯৯১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।কোটালীপাড়া উপজেলার উত্তরে গোপালগঞ্জ সদর ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলা,দক্ষিণে পিরোজপুরের নাজিরপুর ও বরিশালের উজিরপুর উপজেলা,পূর্বে বরিশালের আগৈলঝরা উপজেলা ও মাদারীপুরের কালকিনি উপজেলা এবং পশ্চিমে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলা।
(গ) উল্লেখযোগ্য স্থান - কবি সুকান্ত ভট্টাচার্য্যের ভিটা।
(ঘ) উপজেলায় গৃহীত প্রকল্প-
২০০৮-২০০৯ অর্থ বছরে এলজিইডি কর্তৃক জিওবি মেরামত কাজের জন্য নিম্নলিখিত ৫ টি প্রকল্প মেরামত খাত হতে বাসত্মবায়ন বরা হবে।
প্রকল্পের নাম | টাকা |
কান্দি ইউপিসি হতে কান্দি বাজার-চৌধুরীর হাট রোড | ৩১,৭৪,৪৬৭/- |
পিঞ্জুরী ইউনিয়ন-শুয়াগ্রাম ইউপিসি ভায়া চৌধুরীর হাট রাসত্মা | ১৯,৬১,৮২৩/- |
পিঞ্জুরী ইউপিসি - চৌধুরীর হাট ভায়া পূর্ববর্তী রোড | ২৯,৩৫,৯৯৭/- |
রামশীল কলেজ হতে রামশীল বাজার রাসত্মা উন্নয়ন | ৩০২৫০০০/- |
টুপরিয়া হেমায়েত উদ্দিন বীর বিক্রম সড়ক মেরামত | ২৫,০৫,৭১২/- |
ধারাবাসাইল ইউপিসি-নয়াকান্দি বাজার রোড ( ৭.০০ কিঃ মিঃ ) | |
শিকির বাজার - কবি সুকামত্ম রাসত্মা ( ২.০০ কিঃ মিঃ ) | |
পানি উন্নয়ন বোর্ড
অর্থ বছর ২০০৮-০৯
প্রকল্পের নাম | ইউনিয়ন | মোট বরাদ্দ | মমত্মব্য |
পয়সার হাট-রামশীল বেরিবাধ মেরামত | রামশীল | ৮০ মেঃ টন চাল | প্রকল্প সমাপ্ত |
সাতলা-বাগদা প্রকল্প পোল্ডার নং ১ (হাওলাদার খাল পুনঃখনন) | রাধাগঞ্জ | ৫০ মেঃ টন চাল | সম্প্রতি বরাদ্দ পাওয়া গেছে। কাজ শুরম্ন হয় নি। |
রামশীল-কাফুলাবাড়ি এফসিডি প্রকল্প (বেরিবাধ মেরামত | রামশীল | ৫০ মেঃ টন চাল | সম্প্রতি বরাদ্দ পাওয়া গেছে। কাজ শুরম্ন হয় নি। |
তাড়াইল-পাচুড়িয়া পোল্ডার নং ৩ (বাধ পুণরাবৃত্তিকরণ) | পিঞ্জুরী | ৮০ মেঃ টন চাল | সম্প্রতি বরাদ্দ পাওয়া গেছে। কাজ শুরম্ন হয় নি। |
No comments:
Post a Comment