দিগন্ত বিস্তৃত ফসলের ক্ষেত, হাওড়-বাওড় ও নদ-নদী বিধৌত প্রকৃতির এক অনন্য লীলাভূমি গোপালগঞ্জ জেলা। এ জেলার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যে স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালী জাতি ছিনিয়ে নিয়ে এসেছিল আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সে স্বপ্ন বুকে জড়িয়ে গোপালগঞ্জের মাটিতেই চিরনিদ্রায় শায়িত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই গোপালগঞ্জেরই কৃতিসন্তান। গোপালগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্গত।গোপালগঞ্জের উত্তরে ফরিদপুর জেলা, দক্ষিণে পিরোজপুর ও বাগেরহাট জেলা, পূবে মাদারীপুর ও বরিশাল জেলা এবং পশ্চিমে নড়াইল জেলা। গোপালগঞ্জের আয়তন ১৪৮৯.৯২ বর্গকিমি: এবং জনসংখ্যা ১১.৬৫ লক্ষ (প্রায়) । বর্তমানে শেখ ইউসুফ হারুন জেলা প্রশাসক হিসেবে কর্মরত আছেন।এই ওয়েবসাইটটির মাধ্যমে গোপালগঞ্জ জেলা সংশ্লিষ্ট যাবতীয় তথ্য উপাত্ত জনগণের সামনে তুলে ধরতে পারব বলে আমরা আশা করি। পাশাপাশি এর মাধ্যমে জেলা প্রশাসক সহ অন্যান্য জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে টেলিফোন এবং ই-মেইলে যোগাযোগেরও সুযোগ থাকছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং দেশে ই-গভর্ন্যান্স কার্যক্রম বাস্তবায়নে আমাদের এ উদ্যোগ সহায়ক বলে আমরা আশা করি।

Monday, August 30, 2010

কোটালীপাড়া উপজেলা

গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলা

1.      আয়তন- ৩৬২.০ বর্গকিলোমিটার/৮৯,৪৬৬.০০ একর

2.     জনসংখ্যা-  ২,২৭,০২৫ জন (২০০১ সালের আদম শুমারী অনুযায়ী)


3.    ঘনত্ব-  ৬২৭ জন (প্রতি বঃ কিঃ মিঃ)
               ১৬২৪ জন (প্রতি বঃ মাইলে)
4.      নির্বাচনী এলাকা- ২১৭, গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া ও টুংগীপাড়ার অংশ)


5.     খানা/ ইউনয়ন- ৭ টি

6.    মৌজা- ১০০ টি


7.     স্বাস্থ্য কেন্দ্র- ০১ (বেড সংখ্যা ৩১ টি, ৫০ বেডে উন্নয়নের কাজ চলছে)

8.     ডাকঘর- ২৭ টি


9.     নদ-নদী- ঘাঘর

10. হাট-বাজার- ৫১ টি


11.  ব্যাংক-০৬ টি



(খ) উপজেলার পটভূমি-

কোটালীপাড়া গোপালগঞ্জ জেলার একটি উপজেলা। প্রাচীন এ জনপদ সমতটের রাজধানী ছিল বলে ঐতিহাসিকগণ মনে করেন। ভৌগোলিকভাবে কোটালীপাড়া ২২.৯৮ডিগ্রী উত্তর অক্ষাংশ ও ৮৯.৯৯১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত।কোটালীপাড়া উপজেলার উত্তরে গোপালগঞ্জ সদর ও মাদারীপুর জেলার রাজৈর উপজেলা,দক্ষিণে পিরোজপুরের নাজিরপুর ও বরিশালের উজিরপুর উপজেলা,পূর্বে বরিশালের আগৈলঝরা উপজেলা ও মাদারীপুরের কালকিনি উপজেলা এবং পশ্চিমে গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলা।

  () উল্লেখযোগ্য স্থান -  কবি সুকান্ত ভট্টাচার্য্যের ভিটা।


  () উপজেলায় গৃহীত প্রকল্প-

২০০৮-২০০৯ অর্থ বছরে এলজিইডি কর্তৃক জিওবি মেরামত কাজের জন্য নিম্নলিখিত ৫ টি প্রকল্প মেরামত খাত হতে বাসত্মবায়ন বরা হবে।
প্রকল্পের নাম
টাকা
কান্দি ইউপিসি হতে কান্দি বাজার-চৌধুরীর হাট রোড
৩১,৭৪,৪৬৭/-
পিঞ্জুরী ইউনিয়ন-শুয়াগ্রাম ইউপিসি ভায়া চৌধুরীর হাট রাসত্মা
১৯,৬১,৮২৩/-
পিঞ্জুরী ইউপিসি - চৌধুরীর হাট ভায়া পূর্ববর্তী রোড
২৯,৩৫,৯৯৭/-
রামশীল কলেজ হতে রামশীল বাজার রাসত্মা উন্নয়ন
৩০২৫০০০/-
টুপরিয়া হেমায়েত উদ্দিন বীর বিক্রম সড়ক মেরামত
২৫,০৫,৭১২/-
ধারাবাসাইল ইউপিসি-নয়াকান্দি বাজার রোড ( ৭.০০ কিঃ মিঃ )

শিকির বাজার - কবি সুকামত্ম রাসত্মা ( ২.০০ কিঃ মিঃ )



পানি উন্নয়ন বোর্ড

অর্থ বছর ২০০৮-০৯

প্রকল্পের নাম
ইউনিয়ন
মোট বরাদ্দ
মমত্মব্য
পয়সার হাট-রামশীল বেরিবাধ মেরামত
রামশীল
৮০ মেঃ টন চাল
প্রকল্প সমাপ্ত
সাতলা-বাগদা প্রকল্প পোল্ডার নং ১ (হাওলাদার খাল পুনঃখনন)
রাধাগঞ্জ
৫০ মেঃ টন চাল
সম্প্রতি বরাদ্দ পাওয়া গেছে। কাজ শুরম্ন হয় নি।
রামশীল-কাফুলাবাড়ি এফসিডি প্রকল্প (বেরিবাধ মেরামত
রামশীল
৫০ মেঃ টন চাল
সম্প্রতি বরাদ্দ পাওয়া গেছে। কাজ শুরম্ন হয় নি।
তাড়াইল-পাচুড়িয়া পোল্ডার নং ৩ (বাধ পুণরাবৃত্তিকরণ)
পিঞ্জুরী
৮০ মেঃ টন চাল
সম্প্রতি বরাদ্দ পাওয়া গেছে। কাজ শুরম্ন হয় নি।

No comments:

Post a Comment